মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮
প্রায় সোয়া কোটি টাকা মূল্যের স্বর্ণসহ এক তরুণী আটক
Home Page » জাতীয় » প্রায় সোয়া কোটি টাকা মূল্যের স্বর্ণসহ এক তরুণী আটক
বঙ্গ-নিউজ: প্রায় সোয়া কোটি টাকা মূল্যের স্বর্ণসহ এক তরুণীকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। সোমবার (১৩ আগস্ট) বিকেলে আটকের পর ওই তরুণীর জুতা ও পেটের ভেতর থেকে পৌনে তিন কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিমানবন্দরের শুল্ক গোয়েন্দারা জানান, চলাফেরায় সন্দেহ হলে সুলতানা ইয়াসমিনকে তল্লাশি চালায় শুল্ক গোয়েন্দারা। প্রথমে তার হিল জুতার ভেতর থেকে স্বর্ণের বার উদ্ধার করা হয়। এরপর পেটের ভেতর থেকে স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক তরুণী সুলতানা ইয়াসমিন ঢাকার মিরপুর এলাকার মৃত মোশারফ হোসেনের মেয়ে। তিনি সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দর কাস্টমসের সহকারী রাজম্ব কর্মকর্তা আতিকুর রহমান জানান, ওই নারীর কাছে আরও স্বর্ণের বার লুকানো রয়েছে কি না তা জানতে ডাক্তারি পরীক্ষাও করা হবে। পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে তিনি কী পরিমাণ স্বর্ণ চোরাচালান করেছেন।
বাংলাদেশ সময়: ৮:৫০:৫০ ৫৩৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম