সোমবার, ১৭ জুন ২০১৩
অপপ্রচারই জয়ী হয়েছে: সুরঞ্জিত
Home Page » জাতীয় » অপপ্রচারই জয়ী হয়েছে: সুরঞ্জিত
বঙ্গ- নিউজ ডটকমঃ চার সিটি করপোরেশন নির্বাচনে ‘অপপ্রচার’ বিজয়ী হয়েছে জানিয়ে, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী গোষ্ঠী একত্র হয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছিল, জনগণের ভাবাবেগের কারণে সেই অপপ্রচারেরই জয় হয়েছে।সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন: শেখ হাসিনার অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভায় সুরঞ্জিত এসব কথা বলেন।
সুরঞ্জিত সেন গুপ্ত দাবি করেন, সরকার যে উন্নয়ন করেছে তা জনগণের কাছে তারা সঠিকভাবে উপস্থাপন করতে পারেনি বা জনগণ সঠিকভাবে গ্রহণ করতে পারেনি। এ সময় জনগণের কাছ থেকে এই বিভ্রান্তি কাটাতে হবে বলেও মনে করেন তিনি।
সুরঞ্জিত বলেন, এই সংকট থেকে পালানোর উপায় নেই। এই সংকট মোকাবেলা করেই বিজয়ী হতে হবে। সিটি করপোরেশন নির্বাচন সবার জন্য সতর্কবার্তা নিয়ে এসেছে।
তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই বার্তা পৌঁছেছে যে, বাংলাদেশে গণতন্ত্রের পরিপক্কতা এসেছে।
আওয়ামী লীগের ঢাকা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন জাসদের মহানগরের সমন্বয়ক মীর আখতার হোসেন, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি, যুবলীগ নেতা শেখ আলমগীর প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০:৩৫:৩১ ৪৯২ বার পঠিত