
মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮
নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলার মেয়েরা
Home Page » জাতীয় » নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলার মেয়েরা
বঙ্গ-নিউজ: সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে আগেই শেষ চার নিশ্চিত করেছিল বাংলাদেশ। সোমবার (১৩ আগস্ট) রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলার মেয়েরা। গোলদাতা তহুরা, মারিয়া মান্ডা ও সাজেদা।
গত ৮/৯ মাসে দারুণ উন্নতি করেছে নেপালি মেয়েরা। গত বছর যে নেপালকে গুনে গুনে ৬ গোল দিয়েছিল বাংলাদেশ, সেই নেপাল কঠিন প্রতিরোধ গড়েছিল এদিন। ৪৪ মিনিট পর্যন্ত তারা রুখে দেয় বর্তমান চ্যাম্পিয়নদের।
গোল পেতে অনেক কাঠখড় পোড়াতে হয় বাংলাদেশকে। অবশেষে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে দলকে ১-০ তে এগিয়ে নেন তহুরা খাতুন। এর ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মারিয়া মান্ডা। দর্শনীয় শটে গোলটি করেন তিনি। ৬৬ মিনিটে বুদ্ধিমত্তার সঙ্গে গোল করে ৩-০ করেন সাজেদা খাতুন।
সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এক ম্যাচে জয় পেয়েই সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ। আর ‘বি’ গ্রুপ থেকে দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। আর সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ ও নেপাল। নেপাল ৪-০ গোলে হারায় পাকিস্তানকে। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সোমবার ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।
সেমিফাইনালের দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে আগামী ১৬ আগস্ট। ১৮ আগস্ট তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ। গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ
বাংলাদেশ সময়: ৯:৩০:০০ ৬০৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম