
বৃহস্পতিবার, ২৩ আগস্ট ২০১৮
মায়ের ইচ্ছার কারনেই উট কোরবানি করলেন অভিনেত্রী সিমলা
Home Page » জাতীয় » মায়ের ইচ্ছার কারনেই উট কোরবানি করলেন অভিনেত্রী সিমলা
বঙ্গ-নিউজ: ম্যাডাম ফুলি খ্যাত অভিনেত্রী সিমলা এবার ঈদে উট কোরবানি দিয়েছেন। ঈদের দিন তার গ্রামের বাড়ি শৈলকুপায় উটটি কোরবানি দেয়া হয়।
জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘অনেক দিন ধরে মায়ের ইচ্ছা উট কোরবানি দেওয়ার। তিনি শারীরিকভাবে অতটা সুস্থ নন। গত ১৫ জানুয়ারি আমার ছোট ভাই মারা গেছে।’
নায়িকা আরও বলেন, ‘মা বললেন, যদি সম্ভব হয় এবারই উটটা কোরবানি দিতে। আমি দেওয়ানবাগ খামারবাড়িতে যোগাযোগ করি। উনারা শখের বসে উট পালেন। কোনো ব্যবসায়ী নন। কিন্তু আমার কাছে সব শুনে একটি উট বিক্রি করতে রাজি হন। আমি চাই এবারের ঈদে এলাকার সব মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে।’
বাংলাদেশ সময়: ৮:২৮:৫৬ ৫৯২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম