মঙ্গলবার, ১৮ জুন ২০১৩
১৫ তলা থেকে পড়েও বেঁচে গেলেন
Home Page » এক্সক্লুসিভ » ১৫ তলা থেকে পড়েও বেঁচে গেলেন
বঙ্গ- নিউজ ডটকমঃ রাখে আল্লা, মারে কে? ১৫ তলা থেকে নিচে পড়েও প্রাণে বেঁচে গেলেন এক ব্রিটিশ নাগরিক। এ ঘটনা ঘটেছে রোববার নিউজিল্যান্ডের অকল্যান্ডে। সৌভাগ্যবান এই লোকের নাম টম স্টিলওয়েল। বহুতল একটি ভবনের ১৫ তলার ব্যালকনি থেকে নিজের ১৪ তলার ব্যালকনিতে নামতে গিয়ে হাত ফসকে নিচে পড়ে যান তিনি। নিউজিল্যান্ডের স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এ সংবাদ জানিয়েছে বিবিসি।
স্টিলওয়েলের বন্ধুরা জানিয়েছেন, তার হাড়ে চিড় ধরেছে এবং অভ্যন্তরীণ কিছু জখমও হতে পারে। তবে তিনি ভাল আছেন।
রোববার এ ঘটনার একদিন পর সোমবারই টিম স্টিলওয়েল নিজের পায়ে দাঁড়াতে এবং হাঁটতে পেরেছে বলে জানান তার বন্ধুরা। তবে তার আসলে কী হয়েছিল, সেটা তিনি মনে করতে পারছেন না।
একই ফ্ল্যাটে বসবাসকারী টমের বন্ধু বেথ গুডউইন জানান, তিনি সুস্থ আছেন। অত উঁচু থেকে পড়ে গিয়ে তার পাঁজর ও ঘাড়ের হাড়ে চিড় ধরলেও মারাত্মক কোনো ক্ষতি হয়নি।
বাংলাদেশ সময়: ১৪:১৭:৫৬ ৫০৪ বার পঠিত