
শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
মেলার খেলা- রনজিত চাঙমা
Home Page » সাহিত্য » মেলার খেলা- রনজিত চাঙমা
মেলার খেলা- রনজিত চাঙমা
চলছে মেলা,জমছে খেলা
টাকায় করে নাচ,
মেলার তোড়ে চলছে ভেসে
আজ যে দেশ সমাজ।
কৃষি মেলা,বানিজ্য মেলা
বৈশাখী মেলা কতই মেলার সাঁজ,
সারাটি বছর নাগর দৌলায়
খায় যে মোরা হাওয়া বাতাস।
কতই জাতের খেলার মেলা
চলছে কেবল পকেট ঠেলা,
এক কথাতে বলতে গেলে
দখলে আছে জুয়ার মেলা।
জুয়ার নামটি যায় না বলা
পায় যে সবাই লাজ,
নানান নামে ডাকছে রে তাই
উন্নত আজ সমাজ।
মেলায় গিয়ে খেলায় বসে
পকেট হয় যে খালি,
পুরন করার ফন্দি আঁটে
নৈতিকতার দিচ্ছে বলি।
সবাই বলে সাবাশ সাবাশ
উন্নত মোরা আজ,
কাকের মাংস কাকে খাচ্ছে
পায় না সে তো লাজ।
★★★★★
বাংলাদেশ সময়: ২০:১৪:৪২ ৭৩১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম