
শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
১৪তম এশিয়া কাপের ফাইনালে আবারও স্বপ্ন ভঙ্গ
Home Page » আজকের সকল পত্রিকা » ১৪তম এশিয়া কাপের ফাইনালে আবারও স্বপ্ন ভঙ্গবঙ্গ-নিউজঃ ২০১২ ও ২০১৬ সালের পর আবারও খুব কাছে এসেও এশিয়া কাপ শিরোপা হাত ছাড়া হলো মাশরাফিদের। ১৪তম এশিয়া কাপের ফাইনালে শেষ বলে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত। আর ভারতের কাছে হেরে ফের স্বপ্ন ভঙ্গ হলো মাশরাফিদের। সপ্তমবারের মতো এশিয়া কাপ জিতল ভারত।
শেষ ১৬ বলে ভারতের দরকার ১১ রান। সমীকরণ সহজ হয়ে গেছে তাদের জন্য। ১২ বলে ভারদের দরকার ৯ রান। ৪৯তম ওভারের প্রথম বলে ভুবনেশ্বর কুমারকে (২১) বিদায় করে নাটকীয়তা আনেন মুস্তাফিজ। ওভার শেষ করেন মাত্র ৩ রান দিয়ে।
ম্যাচ গড়ায় শেষ ওভারে। প্রথম দুই বলে দিলেন দুই রান। তৃতীয় বলে ২ রান। পরের বল ডট হলে ২ বলে ভারতের দরকার ২ রান। এক রান হলে টাই। পঞ্চম বলে লেগবাই থেকে ১ রান আসলে স্কোর লেভেলে এসে যায়। শেষ বলে চার নিয়ে ভারতকে নাটকীয় জয় এনে দেন কেদার যাদব। আর এতেই স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের।
বাংলাদেশ সময়: ৭:৫৯:৩৯ ৪৪৫ বার পঠিত