
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩
দ. আফ্রিকাকে কাঁদিয়ে ফাইনালে ইংল্যান্ড
Home Page » খেলা » দ. আফ্রিকাকে কাঁদিয়ে ফাইনালে ইংল্যান্ডবঙ্গ-নিজউ ডটকম: প্রকৃতির নিয়ম মেনে পৃথিবীতে সব কিছুরই পরিবর্তন হচ্ছে।দুর্ভাগ্য, বিশ্বের এতোকিছু বদলালেও দক্ষিণ আফ্রিকার ভাগ্যের বদল হচ্ছে না। কোনোভাবেই চোকারের তকমা গা থেকে ঝেড়ে ফেলতে পারছে না দলটি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা আবারও প্রমাণ হয়েছে। সেমিফাইনালে প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড।
গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও ব্যাটিংয়ে আহামরি স্কোর করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়েছে এবি ডি ভিলিয়ার্সের দল। ৩৮.৪ ওভারে অলআউট হওয়ার আগে ১৭৫ রান করতে পারে তারা।
দুই ইংলিশ বোলারের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়া ব্যাটসম্যানরা। জেমস ট্রেডওয়েল ও স্টুয়ার্ট ব্রড দু’জনে শিকারে করেছেন তিনটি করে উইকেট।ডেভিড মিলার ৫৬*, ক্লেইভেল্ট ৪৩, রবিন পিটারসন ৩০ ও ডু প্লেসিস ২৬ রান করেন। বাকি ব্যাটসম্যানদের কেউ উল্লেখ করার মতো স্কোর করতে পারেননি।
জবাবে হেসেখেলেই জিতেছে ইংল্যান্ড।জোনাথন ট্রটের অপরাজিত ৮২ রানে ভর করে তিন উইকেট হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করে স্বাগতিকরা। এছাড়া ৪৮ রান আসে জোস রুটের ব্যাট থেকে।
স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ১৭৫ (মিলার ৫৬*, ক্লেইভেল্ট ৪৩; ট্রেডওয়েল ১৯/৩)
ইংল্যান্ড: ১৭৯/৩ (ট্রট ৮২*; ডুমিনি ২৭/১)
ফল: সাত উইকেটে জয়ী ইংল্যান্ড
বাংলাদেশ সময়: ৮:০০:৪৪ ৪৮৯ বার পঠিত