
সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা শরিফ ওরফে ফরহাদ নিহত
Home Page » প্রথমপাতা » র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা শরিফ ওরফে ফরহাদ নিহত
বঙ্গ-নিউজ: টাঙ্গাইলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ব বাংলা কমিউনিস্ট (লাল পতাকা) পার্টির চরমপন্থী নেতা শরিফ ওরফে ফরহাদ (৩৩) নিহত হয়েছে।
জানা গেছে, নিহত ব্যক্তি টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা গ্রামের বাসিন্দা। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট (লাল পতাকা) পার্টির টাঙ্গাইল জেলা শাখা’র সভাপতি বলে জানা যায়।
রোববার (১৪ অক্টোবর) দিবাগত রাত প্রায় ২ টার দিকে সদর উপজেলার দ্যাইন্যা চৌধুরী মধ্য পাড়ায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি- ৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মাদ রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এতে র্যাবের ২ সদস্যও আহত হয়।
বাংলাদেশ সময়: ৮:৪০:৩৯ ৬২০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম