শনিবার, ১০ নভেম্বর ২০১৮
শহীদ নুর হোসেন দিবস আজ
Home Page » এক্সক্লুসিভ » শহীদ নুর হোসেন দিবস আজ
স্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস শনিবার (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের এই দিনে গণতন্ত্র মুক্তির আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হন তিনি।
বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ এই স্লোগান ধারণ করে তৎকালীন শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র মুক্তির আন্দোলন করতে গিয়ে শহীদ হন নূর হোসেন।
শহীদ নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলন আরো বেগবান হয় এবং অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন হয়।
শহীদ নূর হোসেনের মহান আত্মত্যাগের এই ঘটনা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি বিরল।
তার আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর ১০ নভেম্বর পালন করা হয় শহীদ নূর হোসেন দিবস।
রাজধানীর গুলিস্তানের শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
বাংলাদেশ সময়: ৮:৫৫:১১ ৪৮৯ বার পঠিত