
বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮
দলীয় ১ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরেছেন সৌম্য সরকার !
Home Page » ক্রিকেট » দলীয় ১ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরেছেন সৌম্য সরকার !
বঙ্গ-নিউজ: চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া বাংলাদেশ শুরুতেই চাপে পড়েছে। কেমার রোচের দুর্দান্ত সুইং ডেলিভারিতে দলীয় ১ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরেছেন সৌম্য সরকার। রানের খাতাই খুলতে পারেননি তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১২ রান।
ওয়ান ডাউন পজিশনে ক্রিজে এসেছেন মুমিনুল হক। অন্যদিকে ব্যাট করছেন ইমরুল কায়েস। এদিকে এই টেস্টে অভিষেক হয়েছে তরুণ অফ স্পিনার নাঈম হাসানের। দলে ফিরেছেন স্পেশালিস্ট ব্যাটসম্যান সৌম্য সরকার ও অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ একাদশ সাজিয়েছে চারজন স্পিনার ও একজন পেসার নিয়ে। একমাত্র পেসার হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাঈম হাসান।
বাংলাদেশ সময়: ১০:০০:৩৭ ৪৮৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম