
বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮
ঐক্যফ্রন্টের বিষয়ে অর্থমন্ত্রীর কাছে জানতে চাইলে বলেন, “জাস্ট ননসেন্স, শুধু এক্সকিউজ খুঁজে”
Home Page » এক্সক্লুসিভ » ঐক্যফ্রন্টের বিষয়ে অর্থমন্ত্রীর কাছে জানতে চাইলে বলেন, “জাস্ট ননসেন্স, শুধু এক্সকিউজ খুঁজে”
বঙ্গ-নিউজ: নির্বাচন থেকে সরে দাঁড়ানো অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ঐক্যফ্রন্টের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বলেন, জাস্ট ননসেন্স। এসব শুধুমাত্র এক্সকিউজ খুঁজে।
বুধবার (২৮ নভেম্বর) সিলেটে ছোট ভাই ড. এ কে আব্দুল মোমেনের মনোনয়নপত্র জমাদানের সময় এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
এসময় মুহিত বলেন, আমরা জিতবই, এবারের নির্বাচনে প্রতিযোগিতা হবে সহজতর।
লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কে জাতীয় ঐক্যফ্রন্টের অভিযোগের বিষয়ে তিনি বলেন, জাস্ট ননসেন্স। এসব শুধুমাত্র এক্সকিউজ খুঁজে। নেতাকর্মীদের গ্রেফতারের যে তালিকা দিয়েছে সেগুলো দেখা হচ্ছে। এসব বাদ দিয়ে তাদের চেষ্টা করা উচিত, কীভাবে নির্বাচনে ভালো করা যায়।
জাতীয় ঐক্যফ্রন্ট কোনো চ্যালেঞ্জ কিনা এমন প্রশ্নে মুহিত বলেন, এতে বিএনপির সুবিধা হয়েছে, ঐক্যফ্রন্টের যিনি বড় নেতা তার রাজনীতিতে হাতেখড়ি আওয়ামী লীগে। তবে তিনি নির্বাচনে নৌকার জয়ে এসব জোট, ফ্রন্টকে কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখেন না।
অর্থমন্ত্রী বলেন, সিলেট-১ আসন যে দল জিতে সে দল ক্ষমতায় যায়, এবারও তাই হবে, আওয়ামী লীগই জিতবে এবং ক্ষমতায় যাবে এবং এটা অব্যাহত থাকবে।
মনোনয়ন জমা দেয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় আবুল মাল আবদুল মুহিতের ভাই ড. এ কে আব্দুল মোমেন বলেন, প্রত্যাশা জয়লাভ করা, প্রত্যাশা মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করা এবং প্রত্যাশা আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে যাওয়া।
বাংলাদেশ সময়: ৯:৩৫:০৬ ৫৩৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম