
বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সপ্তাহব্যাপী নাট্যানুষ্ঠানে অনুষ্ঠিত হলো নাটক “বীরাঙ্গনা”
Home Page » বিনোদন » কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সপ্তাহব্যাপী নাট্যানুষ্ঠানে অনুষ্ঠিত হলো নাটক “বীরাঙ্গনা”সৌরভ বর্মন গৌতম,বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,বঙ্গ-নিউজ: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের আয়োজনে আজ বুধবার ২৮ নভেম্বর বিকাল পাঁচ টায়, বিভাগের থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছে নাটক বীরাঙ্গনা। নাট্যকার মান্নান হীরা নাটক টির পরিচালনা ও পরিকল্পনা করছেন ২০১৩-১৪ সেশনের, সম্মান চূড়ান্ত বর্ষের, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাজন মল্লিক। নাটকের কাহিনী মুক্তিযুদ্ধ কেন্দ্রিক হলেও নাটকের মাধ্যমে দেখানো হয়েছে যুদ্ধকালীন সময়ে পাকিস্তানি সেনাদের পাশবিক নির্যাতন ও শোষণ শাসনের চিত্র । অন্য দিকে সতীত্ব হারিয়ে,স্বাধীনতা প্রাপ্তির পর একজন বীরাঙ্গনা নারীকে পরিরাব সমাজ কিভাবে গ্রহণ করে এবং তার পরিণতির চিত্র কি তা অতি সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে বীরাঙ্গনা নাটকে। এ নাটকে মুক্তিযুদ্ধে নারীর রুপচিত্র কেমন ছিল, নারীরা কীভাবে পাক সেনাদের দ্বারা নির্যাতিত হয়েছিল, তা শৈল্পিক ও বাস্তবিক আলোকে, অতি মনোরম ভাবে দৃশ্যায়িত করেছেন নির্দেশক। নির্দেশকের কাছে নাটক সম্পর্কে জানতে চাইলে তিনি জানান,এ নাটকে একদিকে যেমন মুক্তিযুদ্ধের রুপ ফুটে ওঠেছে তেমনি, একজন নারীর সতিত্ব বির্সজনের পরবর্তী অবস্থা পাওয়া। মুক্তিযুদ্ধের পাশাপাশি সমকালীন নারীর অবস্থাও আমরা বুঝতে পারি। অর্থাৎ মুক্তিযুদ্ধে আমারা কি হারিয়েছি, কিভাবে আমাদের এই স্বাধীনতার অর্জনে মূল্য দিতে হয়েছে তা আমরা সহজেই উপলব্ধি করতে পারি।
বাংলাদেশ সময়: ১০:২৫:৪১ ৭০৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম