
রবিবার, ২ ডিসেম্বর ২০১৮
মনোনয়নপত্র বাতিল হলেও নির্বাচনের সুযোগ আছে :ইসি সচিব হেলালুদ্দীন আহমদ
Home Page » জাতীয় » মনোনয়নপত্র বাতিল হলেও নির্বাচনের সুযোগ আছে :ইসি সচিব হেলালুদ্দীন আহমদ
বঙ্গ-নিউজ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রোববার (২ ডিসেম্বর) থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হচ্ছে। যাচাই-বাছাই শেষে আগামী ৯ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
তবে মনোনয়ন বাতিল হলেও নির্বাচনের সুযোগ আছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, রিটার্নিং অফিসারের বিবেচনা সাপেক্ষে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও সেই প্রার্থীর সামনে নির্বাচনের সুযোগ আছে।
এ ক্ষেত্রে রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল হওয়ার পর প্রার্থী নির্বাচন কমিশনের কাছে প্রাথমিক পর্যায়ে আপিল করতে পারেন।
নির্বাচন কমিশনও যদি প্রার্থীর আবেদন বাতিল করে দেয়, তখন প্রার্থী হাইকোর্টে আবেদন করতে পারবেন।
আর হাইকোর্ট যদি তার আবেদন মঞ্জুর করেন তা হলে ওই প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, বলেন ইসি সচিব।
বাংলাদেশ সময়: ১১:৫৩:০৯ ৪৪৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম