
সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮
নীল পর্দা - ম, বজলুর রাহমান
Home Page » বিনোদন » নীল পর্দা - ম, বজলুর রাহমান
ফোঁটা ফোঁটা বিস্টি ….
ভিজে যায়, ডায়েরির গোপন পাতাগুলি
রত ধুলি ।
ইচেছ করলেও পেরোতে পারিনা
সীসানা ।
টাঙাতে বলো- বাসনার নীল পর্দা
নিত্য দিনের দোয়েল পাখিটা, দেখিয়ে স্পর্ধা
যখন জানলায় বসে তোমারে খোঁজে, চুলবুল
চুর্নকুন্তল।
তখন…
খুব মনে পড়ে, সেই হট্টিটি
পাখির কথা।হৈ চৈ, খুনসুটি
আলতা লাল ঢ্যাঙা পা
’হট্টিটি হট হট.. ’যেন বলে ‘হট যা’।
না, হটে যেতে পারনি
ধুলোমাখা দিনের শিথানে জমা সে কাহিনী।
চক চকে বেদনার দানা, ঝলসানো মিষ্টি।
ফোঁটা ফোঁটা বিস্টি…
—————————————–
৩০ নভেম্বর, ২০১৮ ।
বাংলাদেশ সময়: ২২:১৬:১৭ ৫৫৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম