
বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮
শেখ হাসিনার নির্দেশে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়পত্র প্রত্যাহার করে নেওয়ার আহ্বান চার নেতার
Home Page » জাতীয় » শেখ হাসিনার নির্দেশে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়পত্র প্রত্যাহার করে নেওয়ার আহ্বান চার নেতার
বঙ্গ-নিউজ: আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে অর্ধশতেরও বেশি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। তাদের মনোনয়পত্র প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় চার নেতা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও বিএম মোজাম্মেল হক টেলিফোনে বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে কথা বলেন।
আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের বিপক্ষে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন, মূলত তাদেরই ফোন করা হয়েছে বলে জানা গেছে। জোটের প্রার্থীদের বিপক্ষে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে আরও পরে।
এ ব্যাপারে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান জানান, গতকাল সারাদিনে প্রায় ৫০ জনের বেশি স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে কথা বলেছি আমরা। কয়েকজনকে ফোনে পাওয়া যায়নি, বাকি সবার মনোভাব ইতিবাচক। আশা করছি ৯ ডিসেম্বরের আগেই তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।
বাংলাদেশ সময়: ১৭:১৫:৫৫ ৪৯০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম