
বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮
ভোট নির্বাচন কমিশন এর কাছে আমানত, ভুল গণনার মধ্য দিয়ে আমানত যেন নষ্ট না হয়:সিইসি
Home Page » জাতীয় » ভোট নির্বাচন কমিশন এর কাছে আমানত, ভুল গণনার মধ্য দিয়ে আমানত যেন নষ্ট না হয়:সিইসি
বঙ্গ-নিউজ: ভোট নির্বাচন কমিশন এর কাছে আমানত সুতারং ভুল গণনার মধ্য দিয়ে সেই আমানত যেন নষ্ট না হয় সেই বিষয়ে যারা ফলাফল ঘোষণা করবেন তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সিইসি।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ট্রেনিংয়ে তিনি এসব কথা বলেন সিইসি কে এম নুরুল হুদা।
এসময় তিনি বলেন, সারাদেশে নির্বাচনমূখী সুবাতাস বলে দিচ্ছে ৩০ ডিসেম্বরের পর নতুন সরকার গঠনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েচ্ছে।
বাংলাদেশ সময়: ১০:৫৪:১৭ ৪৩২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম