
শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮
হাওড় এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুতির ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
Home Page » প্রথমপাতা » হাওড় এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুতির ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
বঙ্গ-নিউজ: হাওড় এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুতির ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেল স্টেশনে মোহনগঞ্জগামী ট্রেনটি লাইনচ্যুত হলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর স্টেশন মাস্টার সাইদুর রহমান।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর স্টেশনের আউটার সিগন্যালের কাছাকাছি যেতেই পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়।
পরে শুক্রবার ভোরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে বগি দুটি উদ্ধার করলেও রেললাইন মেরামতের কাজ চলায় এখনও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইন মেরামত হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
বাংলাদেশ সময়: ৯:২৯:১৪ ৪১০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম