
শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮
আজ বিকেল চারটায় পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের অফিসে সম্মেলনে আসছেন ড. কামাল
Home Page » প্রথমপাতা » আজ বিকেল চারটায় পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের অফিসে সম্মেলনে আসছেন ড. কামাল
বঙ্গ-নিউজ: রাত পোহালেই উৎসব মুখর ভোটগ্রহণ শুরু হবে। এদিকে ভোটগ্রহণকে কেন্দ্র করে বিকেলে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
শনিবার (২৯ ডিসেম্বর) বিকেল চারটায় পল্টনে জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ফ্রন্টের আহ্বায়ক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বক্তব্য রাখবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু। ওইদিন সন্ধ্যা ছয়টার পর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়া হয়। এ সময় বিএনপি, জেএসডি ও নাগরিক ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।
সেদিন সূচনা বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, এই ঐক্য কোনো দলের স্বার্থে নয়। জাতীয় স্বার্থে এই ঐক্য করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৩১:৪৮ ৪২৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম