
রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে: বিদেশি পর্যবেক্ষকরা
Home Page » জাতীয় » উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে: বিদেশি পর্যবেক্ষকরা
বঙ্গ-নিউজ: একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা বিদেশি পর্যবেক্ষকরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে বলেছেন, উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে।
ভোটকেন্দ্রে সব দলের প্রতিনিধিদের দেখেছেন এবং সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টের কথা জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিদেশি পর্যবেক্ষক কানাডিয়ান নাগরিক তানিয়া ফস্টার।
রবিবার (৩০ ডিসেম্বর) সাড়ে ১০টার দিকে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এমন কথা বলেন।
তানিয়া ফস্টার বলেছেন, আমরা এখন পর্যন্ত ৫টি কেন্দ্র ঘুরে দেখেছি। পোলিং এজেন্ট থেকে শুরু করে প্রিজার্ডিং অফিসার সবাই নিজ নিজ দায়িত্ব সুষ্ঠু ভাবে পালন করছেন। ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট।
বিদেশে প্রথমবারের মতো নির্বাচন পর্যবেক্ষণে আসা তানিয়া বলেন, এখানকার নির্বাচনের পুরো উৎসবমুখর পরিবেশ দেখে আমি মুগ্ধ।
পর্যবেক্ষক দলের আরেক প্রতিনিধি গৌতম ঘোষ বলেন, অসাধারণ উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সবাই শান্তিপূর্ণভাবে দীর্ঘ লাইনে অপেক্ষা ভোট দিচ্ছে।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আওতায় নেপাল, ভুটানসহ ৮টি দেশ প্রতিনিধিরা বিভিন্ন ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করছেন।
বাংলাদেশ সময়: ১৭:৪৮:৫৫ ৪২৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম