
রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
একটি কেন্দ্রর ফলাফল ঘোষণা,মাশরাফি পেয়েছেন ১৬৬১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী,৬৪ ভোট
Home Page » এক্সক্লুসিভ » একটি কেন্দ্রর ফলাফল ঘোষণা,মাশরাফি পেয়েছেন ১৬৬১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী,৬৪ ভোট
বঙ্গ-নিউজ: নড়াইল-২ আসনের একটি কেন্দ্রর ফলাফল ঘোষণা করা হয়েছে। ওই কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা পেয়েছেন ১৬৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র ৬৪ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ১৭ হাজার ৭৬৩ জন। মোট কেন্দ্র ১৪০টি।
এর আগে রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে শান্তিপূর্ণভাবে। নড়াইল-২ আসনে অন্য প্রার্থীরা হলেন এনপিপির (ছালু) জেলা সভাপতি মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দীন, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহাবুবুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির শওকত আলী। জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ আগেই নৌকার প্রার্থীকে সমর্থন দিয়েছেন
।
বাংলাদেশ সময়: ১৮:২২:২৯ ৪৬২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম