
সোমবার, ৭ জানুয়ারী ২০১৯
আমরা চাই না সরকারের মধ্যে আমাদের দলটি হারিয়ে যাক-ওবায়দুল কাদের
Home Page » জাতীয় » আমরা চাই না সরকারের মধ্যে আমাদের দলটি হারিয়ে যাক-ওবায়দুল কাদের
বঙ্গ-নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য শপথ নেয়া পুনরায় দায়িত্ব পাওয়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা চাই না সরকারের মধ্যে আমাদের দলটি হারিয়ে যাক। দলের সিনিয়র নেতারা দল পরিচালনা করবেন। সে জন্যই তাদের মন্ত্রীত্ব দেওয়া হয়নি। দল পরিচালনায় সিনিয়র নেতারা ভূমিকা রাখবেন।
নতুন মন্ত্রিসভায় সিনিয়রদের বাদ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা মনে করি কারও হারানোর কিছু নাই, এটা শুধু দায়িত্বের পরিবর্তন।
সোমবার (৭ জানুয়ারি) বিকেলে বঙ্গভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। নতুন মন্ত্রিসভার চমক নিয়ে তিনি বলেন, আমি এর কিছুটা আঁচ করতে পেরেছিলাম।
প্রসঙ্গত, সোমবার (৭ জানুয়ারি) শপথ নেন নতুন মন্ত্রিসভার ৪৭ সদস্য। আজ বেলা সাড়ে তিনটায় বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান হয়।
এসময় প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ পড়ান। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা।
শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত তাঁর বোন শেখ রেহানা, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেত্রী সাজেদা চৌধুরী ও কয়েকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ মন্ত্রীদের শপথ পড়ান।
এই মন্ত্রিসভায় নতুন মুখ ৩১। পুরোনোদের মধ্যে ৩৬ জন বাদ পড়েছেন।
বাংলাদেশ সময়: ১৭:৩০:৫৯ ৫০২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম