মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯
মধ্যনগরে মহিলা যুবলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
Home Page » সারাদেশ » মধ্যনগরে মহিলা যুবলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
স্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজঃ সুনামগঞ্জের মধ্যনগর থানা আওয়ামীলীগের অন্যতম সংগঠক, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, গবীর-দুঃখী, মেহনতী জেলে-কৃষকের অধিকার আদায়ের রাজপথের সংগ্রামী ও বিপ্লবী জননেতা জনাব রাসেল আহমদের উপর উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র মূলক মিথা মামলা প্রত্যহার ও হয়রানির বন্ধের দাবিতে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুব মহিলা লীগের উদ্যোগে মঙ্গলবার(৮জানুয়ারী) অবস্থান কর্মসূচী, মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়।
উক্ত র্যা লিটি বংশীকুন্ডার প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে মমিন উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শে এসে অবস্থান নেয় এবং মানববন্ধনে রূপান্তরিত হয়। বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি মরিয়ম সুলতানা, সাধারন সম্পাদক কবিতা রানী মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোছাঃ শারমিন, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রুনা আক্তার, সম্মানিত সদস্য নাজমা বেগম, সহ সংগঠনের অন্যান্য কর্মীগণ ও এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত মহিলাগণ উপস্থিত ছিলেন। এসময় মানববন্ধন ও অবস্থান গ্রহণকারী যুব মহিলালীগের কর্মীগণ রাসেল আহমদের উপর মিথা মামলা প্রত্যহার ও হয়রানির বন্ধের দাবিতে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন।
বাংলাদেশ সময়: ২০:৫৪:৫৮ ৬৯৫ বার পঠিত