
শনিবার, ১২ জানুয়ারী ২০১৯
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
Home Page » প্রথমপাতা » ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
বঙ্গ-নিউজ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন।
শনিবার (১২ জানুয়ারি) সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
সালাউদ্দিন হোসেন জানান, ভোর থেকে নৌরুট এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে সকাল ৭টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। যে কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
তিনি আরও জানান কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
বাংলাদেশ সময়: ৮:৫২:৪১ ৪০৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম