
বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯
মুক্তির বারতা-রনজিত চাঙমা (১৭/১/২০১৯ইং)
Home Page » বিনোদন » মুক্তির বারতা-রনজিত চাঙমা (১৭/১/২০১৯ইং)
মুক্তির বারতা নিয়ে এসেছিলে তুমি
মুক্তির বারতা নিয়ে এসেছিলে তুমি
১৯২০ সালের ৮ই জানুয়ারী,
রাঙামাটির মোরঘোনাতে হারু মোহনের ঘরে
মা তব পূণ্যশীলা বীরপুদি,
হে বনভান্তে,হে সাধনানন্দ,হে মহাজ্ঞানী
শুভ হোক,শুভ হোক
তব ১০০তম জন্মদিন আজি।। (২) ঐ
ভগবান বুদ্ধের মুক্তির পথ ভুলে
বিশ্ব যখন কুসংস্কার অন্ধকারে
পাপানলে জ্বলে পুড়ে,
তুমি এলে উদ্ধারিতে,এই অবহেলিত জনপদে
জ্বালালে আলো,দেখালে মুক্তির পথ
কৃতজ্ঞ চিত্তে তাই,তোমায় স্মরি,তোমায় নমি
শুভ হোক,শুভ হোক
তব ১০০ তম জন্মদিন আজি।। (২) ঐ
স্বধর্মের আলো দিকে দিকে জ্বলে
চেতনার জাগরণ জাগিয়ে দিলি মনে
চারিদিকে জয় গানে শান্তির নিশান উড়ে
হে আলোক বর্তিকা,বন্দনা তব নত শিরে
শুভ হোক,শুভ হোক
তব ১০০ তম জন্মদিন আজি।। (২) ঐ
**********************
বাংলাদেশ সময়: ২০:১৯:৪১ ৪৫৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম