
শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯
শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন
Home Page » এক্সক্লুসিভ » শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন
বঙ্গ-নিউজ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় তিনি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো অভিষিক্ত হওয়ায় কোরিয়া প্রজাতন্ত্রের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশ গত কয়েক বছর ধরে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ধরে রেখেছে।
তিনি বলেন, ‘রূপকল্প-২০২১ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন দেশকে আরো বিরাট অর্জনের দিকে নিয়ে যাবে বলে আমি মনে করি।’
মুন জায়ে-ইন বলেন, ১৯৭৩ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে কোরিয়া ও বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ ব্যাপক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বন্ধন বজায় রেখে আসছে।
তিনি বলেন, ভবিষ্যতে আপনার সঙ্গে দু’দেশের মধ্যে সহযোগিতামুখী কাজ করার জন্য আমি অপেক্ষা করছি।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং বাংলাদেশের জনগণের সমৃদ্ধি কামনা করেন
।
বাংলাদেশ সময়: ১৮:৫৩:৪৬ ৫৪৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম