
বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
Home Page » প্রথমপাতা » কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
সৌরভ বর্মন গৌতম,বঙ্গ-নিউজ: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (২২ জানুয়ারী) মঙ্গলবার, বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ স্নাতক (সম্মন)শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুরুতে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে সংগীত বিভাগের পরিবেশনার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত )কৃষিবিদ হুমায়ুন কবীরের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয় । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, ব্যবসায় অনুষদের ডীন প্রফেসর ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডীন প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রমুখ । অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যাবিভাগের সহকারী অধ্যাপক নুসরাত শারমিন তানিয়া এবং প্রভাষক মাজহারুল হোসেন তোকদার। আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:২৮:২৩ ৫২৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম