
শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Home Page » জাতীয় » আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বঙ্গ-নিউজ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় ও চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথমবারের মত জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় তার ভাষণ প্রচার করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র গতকাল এ তথ্য নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, তিনি জাতির উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে আওয়ামী লীগের নেতৃ্ত্বাধীন মহাজোট।
জানা গেছে, ইতোমধ্যে তার ভাষণ রেকর্ড করা হয়েছে। এ ভাষণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সুশাসন প্রতিষ্ঠাসহ সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ৯:৪৯:৩৪ ৩৯৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম