
মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রে যেতে লজ্জা পেয়ে লাভ নেই: ড. হাছান মাহমুদ
Home Page » এক্সক্লুসিভ » প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রে যেতে লজ্জা পেয়ে লাভ নেই: ড. হাছান মাহমুদ
বঙ্গ-নিউজ: নির্বাচনে ভরাডুবি হওয়ায় বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রে যেতে লজ্জা পাচ্ছে। লজ্জা পেয়ে লাভ নেই, এটি তাদের কর্মফল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, নির্বাচনে ভরাডুবি হওয়ায় বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রে যেতে লজ্জা পাচ্ছে। লজ্জা পেয়ে লাভ নেই, এটি তাদের কর্মফল। মনোনয়ন বাণিজ্য, প্রচারণা না চালিয়ে ঘরে বসে থাকা, এমনকি পোস্টার না লাগানো-এ ধরনের কাজের ফল তারা ভোগ করছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে যারা তাদের অফিসের বাইরে দাঁড় করিয়ে রাখে, সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে, চা-চক্রের আমন্ত্রণেও তারা সাড়া দেবেন না, এটা অস্বাভাবিক।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির উচিত ষড়যন্ত্রের পথ ছেড়ে সরকারের সঙ্গে দেশের কাজ করা।
বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে আওয়ামী লীগ প্রচার উপ-কমিটির সদস্য আব্দুল আউয়াল শামীম ও মোটর চালক লীগের নেতারা সভায় বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ৫:০৮:১৭ ৫০৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম