
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯
বিশ্ব ভালবাসা দিবসের অংগীকার - রনজিত চাঙমা (১৪/০২/২০১৯ইং)
Home Page » বিনোদন » বিশ্ব ভালবাসা দিবসের অংগীকার - রনজিত চাঙমা (১৪/০২/২০১৯ইং)
ওহে মানব জাতি,ওহে বিশ্ববাসী
কতকাল আর আত্মপ্রবঞ্চণা, নিজেরে দিবি ফাঁকি?
একবার খুলে দেখো নিজের আবরণ
খুলে দেখো তোমর মনের আঁখি।
দেখিবে ভালবাসার অঢেল ভান্ডার করছে লুকোচুরি
মনের অতি গভীরে,
যা আজ ঢাকা পড়েছে,জং ধরেছে নিজেদের কারনে
আত্মগ্লানি,অহংকার আর অন্ধলোভে।
জাগিয়ে তুলো আজ নতুন শপথে,নব নব সাজে তাকে
মায়া মমতায় জড়াও হে সকল প্রাণী,
দুর হবে হিংসা বিদ্বেষ,হানাহানি কলুষতা,সংকীর্ণতা
জাগিবে সত্যিকারের প্রেম ভালবাসার মৈত্রী বাণী।
আলোর নাচন জাগিবে বিশ্ব চরাচরে,সবার মনে
ধ্বনিবে শুধু প্রেমের অমৃতময় বাণী,
দুর হবে সব মলিনতা,সংকীর্ণতা,হিংসার দাবানল
আসবে শান্তি,গাইবে পাখি দুর করো সকল গ্লানি।
দুর হবে ভেদাভেদ,মানবতা জেগে উঠবে সবার মনে
অপরের দুঃখে ব্যথিত হও,বাড়াও সাহায্যের হাত,
অপরের সুখে তৃপ্ত হাসি ফুটবে সবার মুখে
থাকবে না অরাজকতা,অশান্তি,থাকবে না লুটপাত।
&&&&&&&&&
বাংলাদেশ সময়: ৯:৫৭:১৫ ৫৯৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম