
মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯
চকবাজার অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৬৯ জনে।
Home Page » আজকের সকল পত্রিকা » চকবাজার অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৬৯ জনে।বঙ্গ-নিউজঃ পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৬৯ জনে।
মারা যাওয়া ওই ব্যক্তির নাম মো. সোহাগ। প্রাথমিকভাবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি। সোহাগের মৃত্যুর বিষয়টি সোমবার মধ্যরাতে বঙ্গ-নিউজকে নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
এর আগে সোমবার রাত সোয়া ১০টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার হোসেন (৫৫)। চিকিৎসকেরা জানান, তাঁর শরীরের ৬১ শতাংশ পুড়ে গিয়েছিল। পেশায় রিকশা চালক আনোয়ার হোসেনের বাড়ি রাজবাড়ী।
আনোয়ার হোসেনের ছেলে হৃদয় জানান, তাঁর বাবা ওই দিন রিকশা নিয়ে চুড়িহাট্টা অতিক্রমের সময় ওয়াহেদ ম্যানশনের আগুনে দগ্ধ হন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে কে নিয়ে কামরাঙ্গীরচর ছাপড়া মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ছেলে হৃদয়ও একটি কোম্পানিতে চাকরি করে সংসার চালাতে সাহায্য করেন।
ওই আগুনে দগ্ধ সাতজন এখনো বার্ন ইউনিটে চিকিৎসাধীন। আরও দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি আছেন। গত বুধবার রাত ১০টার পর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
বাংলাদেশ সময়: ৮:১০:৫৫ ৪৫৪ বার পঠিত