
শনিবার, ২ মার্চ ২০১৯
সিরিয়ার শরণার্থী শিবির থেকে সদ্যোজাত সন্তানসহ পালিয়েছেন আইএসের শামীমা
Home Page » এক্সক্লুসিভ » সিরিয়ার শরণার্থী শিবির থেকে সদ্যোজাত সন্তানসহ পালিয়েছেন আইএসের শামীমা
বঙ্গ-নিউজ: সিরিয়ার শরণার্থী শিবির থেকে সদ্যোজাত সন্তানকে নিয়ে পালিয়েছেন জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম। অন্য জিহাদিদের স্ত্রীরা তাকে হত্যার হুমকি দেওয়ায় জীবন বাঁচাতে গত বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) তিনি পালিয়েছেন বলে জানিয়েছে একটি ব্রিটিশ গণমাধ্যম।
সম্প্রতি শামীমা প্রকাশ্যে আইএসের বিরুদ্ধে কথা বলায় তার মাথার মূল্য ঘোষণা করা হয়েছে। ফলে রাতে ছদ্মবেশ ধারণ করে ইরাক সীমান্তের কাছে আল রোজ শরণার্থী শিবিরে সদ্যোজাত ছেলে জেরাহকে নিয়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন তিনি। অন্য জিহাদি স্ত্রীরা বিশ^াস করেন, নিজের দুর্ভোগের কথা জানিয়ে তাদের জন্য অভিশাপ বয়ে এনেছেন শামীমা। এ ছাড়া তিনি টেলিভিশন সাক্ষাৎকারে ইসলামিক আইন অনুযায়ী মুখ না ঢাকায় ক্ষুব্ধ হয়েছে ধর্মীয় উগ্রবাদীরা।
এ জন্যও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ব্রিটিশ নাগরিক শামীমা চার বছর আগে আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি উত্তরাঞ্চলে আল হাওল শরণার্থী শিবিরে থাকা অবস্থায় তার ওপর নানা নির্যাতনের কাহিনি গণমাধ্যমকে বলেন শামীমা। সেই সঙ্গে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে লন্ডনে ফেরার আবেদনও জানান তিনি। তবে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ পাল্টা তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২:২০:২১ ৫৮৯ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম