রবিবার, ৩ মার্চ ২০১৯
রাষ্ট্রপতি হাসপাতালে অসুস্থ কাদেরকে দেখতে এসে তাকে ডাক দিলে তিনি তাকিয়েছিলেন, তবে শঙ্কা মুক্ত নয়
Home Page » জাতীয় » রাষ্ট্রপতি হাসপাতালে অসুস্থ কাদেরকে দেখতে এসে তাকে ডাক দিলে তিনি তাকিয়েছিলেন, তবে শঙ্কা মুক্ত নয়

বঙ্গ-নিউজ: রাষ্ট্রপতি আব্দুল হামিদ হাসপাতালে অসুস্থ কাদেরকে দেখতে এসে তাকে ডাক দেন এবং উনি (কাদের) চোখ বড় বড় করে তাকান। অর্থাৎ কিছুটা রেসপন্স করেছে বলে দায়িত্বরত ডাক্তার গণমাধ্যমকে অভহিত করেন। তবে ওবায়দুল কাদের চোখ খুলেছেন, বিড়বিড় করে কথা বলেছেন কিন্তু শঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ রবিবার (৩ মার্চ) বিকালে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার চিকিৎসায় সিঙ্গাপুর থেকে বিশেষ চিকিৎসক দল ঢাকায় আসছে। এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে চিকিৎসকরা রোববার (৩ মার্চ) সন্ধ্যা সাতটা নাগাদ ঢাকায় পৌঁছাবেন বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দায়িত্বরত ডাক্তাররা জানান।
ভিসি জানান, সিঙ্গাপুরের চিকিৎসকরা ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন। তাকে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব না হলে তারা এখানেই চিকিৎসা দেবেন। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এই দলে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮:৫২:৫৭ ৫৫৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম