
শুক্রবার, ৮ মার্চ ২০১৯
সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি: নারীর লাশ উদ্ধার, নিখোঁজ ৫
Home Page » প্রথমপাতা » সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি: নারীর লাশ উদ্ধার, নিখোঁজ ৫
বঙ্গ-নিউজঃ রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের ছয়জনের মধ্যে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার নদী থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
নৌ পুলিশের সদরঘাট থানার ওসি আবদুর রাজ্জাক জানান, উদ্ধার করা লাশটি ওই নৌকার আরোহী শাহজালাল মিয়ার স্ত্রী সাহিদা বেগমের (৩০)। স্বজনেরা এসে লাশ শনাক্ত করেছেন।
এ ঘটনায় শুক্রবার দ্বিতীয় দিনের মতো বুড়িগঙ্গায় তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ। তবে নিখোঁজ অপর পাঁচজনের দুপুর পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ সিকদার বলেন, ডুবুরিদের পাশাপাশি বিআইডব্লিউটিএ এবং নৌ পুলিশের সদস্যরা রাত থেকে বুড়িগঙ্গায় তল্লাশি চালাচ্ছেন। কিন্তু নদীতে প্রচুর নৌযান চলাচল করায় কাজে বেগ পেতে হচ্ছে।
এদিকে এ ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। সূত্র জানায়, বিআইডব্লিউটিএ’র পরিচালক মো. শাহজাহানকে প্রধান করে গঠিত এ কমিটির অপর দুই সদস্য হলেন- বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন ও যুগ্ম পরিচালক সাইফুল ইসলাম। তাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় করে সদরঘাটের দিকে আসছিলেন গার্মেন্ট কর্মী শাহজালাল মিয়া (৩৮)। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শরীয়তপুরে যাওয়ার কথা ছিল তাদের। রাত ১০টার দিকে সদরঘাটের ১৩ নম্বর পন্টুনের কাছে সুরভি-৭ লঞ্চের ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় লঞ্চের প্রপেলারের আঘাতে শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। নৌ পুলিশের টহলদল তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিকস ও পুর্নবাসন (পঙ্গু হাসপাতাল) কেন্দ্রে চিকিৎসাধীন। তার পরিবারের পাঁচজন সদস্য এখনও নিখোঁজ। তারা হলেন- শাহজালাল মিয়া দুই সন্তান মিম (৮) ও মাহী (৬), ভাগ্নি জামশেদা বেগম (২১), জামশেদার স্বামী দেলোয়ার হোসেন (৩০) এবং তাদের তিন মাসের মেয়ে স্নেহা।
বিআইডব্লিউটিএ’র ঢাকা নৌবন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন রাতে সাংবাদিকদের বলেন, ওই নৌকার যাত্রীরা লঞ্চে ওঠার চেষ্টা করছিলেন। তাদের পন্টুন দিয়ে ওঠার কথা। কিন্তু লঞ্চ ছেড়ে দেওয়ায় ঝুঁকি নিয়ে লঞ্চের পেছন দিক দিয়ে ওঠার চেষ্টা করেন তারা। এ সময় লঞ্চ পেছন দিকে যেতে থাকায় প্রপেলারের ঢেউয়ের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে আট আরোহী ছিলেন। তাদের মধ্যে কেবল মাঝি সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
বাংলাদেশ সময়: ১৪:৫৫:৩৫ ৫৫২ বার পঠিত #bangla news #bd news #bongo-news #bongo-news.com #hot news #news 24 #online news #thikadar #বঙ্গ-নিউজ #বঙ্গ-নিউজ ডটকম #বাংলা নিউজ