শনিবার, ৯ মার্চ ২০১৯
পল্লীকবি জসিম উদ্দিন সাহিত্য সম্মাননা পেয়েছেন গুলশান আরা রুবী
Home Page » English News » পল্লীকবি জসিম উদ্দিন সাহিত্য সম্মাননা পেয়েছেন গুলশান আরা রুবীস্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজঃ বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও কবি গুলশান আরা রুবীকে সাহিত্যে পল্লীকবি জসিম সাহিত্য সম্মাননা ২০১৯ ইং প্রদান করেছে ভাটিবাংলা প্রেস ইউনিয়ন।শুক্রবার ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন সেক্টরে অবদান সরুপ ১৮ জনকে বিভিন্ন বিভাগে সম্মাননা প্রদান করা হয়।এর পূর্বে কবি গুলশান আরা রুবী কে সামাজিক সংগঠন উদ্ভাসিত মুখ বীরপ্রতিক কাঁকন বিবি স্মৃতি পদকে ভূষিত করেছে।এছাড়াও তিনি আরোও সাহিত্যে কৃতিত্ব সরুপ অনেক সম্মাননা অর্জন করেছেন।
বাংলাদেশ সময়: ২২:০২:৪৫ ১৩০৬ বার পঠিত #bangla news #bd news #bongo-news #bongo-news.com #hot news #news 24 #online news #thikadar #বঙ্গ-নিউজ #বঙ্গ-নিউজ ডটকম #বাংলা নিউজ