
শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯
ওবায়দুল কাদেরকে আজ অথবা আগামীকাল হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে
Home Page » জাতীয় » ওবায়দুল কাদেরকে আজ অথবা আগামীকাল হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে
বঙ্গ-নিউজ: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে শুক্র অথবা শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। সেখান থেকে তাকে একটি ভাড়া বাসায় নেওয়া হবে। ওই বাসায় থেকেই আরও চিকিৎসা নেবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন ওই হাসপাতালের চিকিৎসকরা।
চলাফেরা স্বাভাবিক হওয়ার পর দেশে ফিরবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে। চিকিৎসক ও তার আত্মীয়স্বজনের সঙ্গে স্বাভাবিক কথাও বলতে পারছেন তিনি। তবে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পরও ফলোআপ চিকিৎসার জন্য কিছুদিন সিঙ্গাপুরেই থাকতে হবে তাকে।
প্রসঙ্গত, ৩ মার্চ সকালে হৃদরোগে আক্রান্ত হন ওবায়দুল কাদের। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে ৪ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২০ মার্চ তার বাইপাস সার্জারি সম্পন্ন হয়।
বাংলাদেশ সময়: ৮:৫০:৪০ ৫২৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম