
শনিবার, ৬ এপ্রিল ২০১৯
এবার নগরীর কাজীর দেউড়ি এলাকার ‘শপিং ব্যাগ’ সুপার শপে অগ্নিকাণ্ড!!
Home Page » এক্সক্লুসিভ » এবার নগরীর কাজীর দেউড়ি এলাকার ‘শপিং ব্যাগ’ সুপার শপে অগ্নিকাণ্ড!!
বঙ্গ-নিউজ: নগরের কাজীর দেউড়ি এলাকার ‘শপিং ব্যাগ’ সুপার শপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বহুতল ভবনটির ২য় তলার কিছু অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার স্টেশনের কর্মকর্তারা।
শনিবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে এসির (এয়ার কন্ডিশন) ডার্ক রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ৪টি ফায়ার স্টেশনের ৯টি গাড়ি দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, বহুতল সুপার শপটিতে ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনপুরা, নন্দনকানন, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি জানান, বহুতল সুপার শপটির ২য় তলায় এসির ডার্ক রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে আমরা জেনেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।
বাংলাদেশ সময়: ১১:০৪:৪০ ৫০৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম