শনিবার, ২৯ জুন ২০১৩
খালেদা জিয়ার কারণেই জিএসপি সুবিধা স্থগিত হয়েছে: হানিফ
Home Page » জাতীয় » খালেদা জিয়ার কারণেই জিএসপি সুবিধা স্থগিত হয়েছে: হানিফ
বঙ্গ-নিউজ ডটকম: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ অভিযোগ করে বলেছেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ওয়াশিংটন টাইমসে লেখা প্রবন্ধের কারণেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করেছে।রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশনে শনিবার আইইবির জেলা নেতৃবৃন্দের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, প্রায় দুই সপ্তাহ পর সিটি নির্বাচন নিরপেক্ষ হয়নি এমন বক্তব্য দেয়ায় প্রমাণিত হয়েছে গত সাড়ে ৪ বছরে সরকারের বিরুদ্ধে খালেদা জিয়া যেসব অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও অসত্য। কারণ দেশের মানুষ দেখেছে সিটি নির্বাচন উৎসবমুখর পরিবেশে হয়েছে।
আইইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শামসুর রহমান।
বাংলাদেশ সময়: ১৪:২৯:৩৭ ৪৬০ বার পঠিত