
সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
নূসরাত, মাগো ক্ষমা করো -ইফতেখার আলম
Home Page » বিনোদন » নূসরাত, মাগো ক্ষমা করো -ইফতেখার আলম নুসরাত
মাগো,
ক্ষমা করো তুমি!
নরপিশাচের লোলুপ জিহ্বা নাচে
ঘৃণ্য লালসা পাশবিকতার আঁচে!
ক্লেদাক্ত আজো আমার স্বদেশ ভূমি।
মাগো,
তুমি ক্ষমা করো!
ওরা কারা রাজপথে পিশাচের গান গায়?
ধার্মিকতার ছায়ায় বর্ধিঞ্চু ওরা কার প্রশ্রয়?
তোমরা কি আজো মায়ের আঁচল ধরো?
মাগো
মরি আজ লজ্জায়!
উদাস সমাজ নিরুদ্বিগ্ন মৌন মূর্তি যত
শুভ্রচিন্তা প্রতিবাদীস্বর বিবেক করেছে মৃত।
আমরা বাঙালি, এভাবে কি দিন যায়?
মাগো,
কাল বোশেখীর বজ্র শপথ আজ।
কোটি মানবতা রাজপথে সোচ্চার
ফাঁসির দড়িতে নরপিশাচের দেহ,
শেষ পরিণতি রুখিতে না’রিবে কেহ।
তোমার
প্রতিবাদী দেহ আজ চির ভাস্বর
শ্রদ্ধার কারুকাজ।
বাংলাদেশ সময়: ১০:০৪:৪৮ ৯৩০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম