বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
মধ্যনগর থানা বঙ্গবন্ধু পরিষদের ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন
Home Page » ফিচার » মধ্যনগর থানা বঙ্গবন্ধু পরিষদের ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন
যোবায়ের শামীম,বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর থানা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আজ (১৭ ই এপ্রিল)ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়। বংশীকুন্ডা বাজারস্থ স্বেচ্ছাসেবকলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিকাল সাাড়ে ৫টায় র্যালীটি বের হয়ে সারা বাজার প্রদক্ষিণ আবার ঐ স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ে বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অমিত হাসান রাজুর সঞ্চালনায় এবং মধ্যনগর থানা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আল-আমিন আহমেদ সালমান এর সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য দেন মধ্যনগর থানা আওয়ামীলীগের অন্যতম সংগঠক ও সাবেক চেয়ারম্যান রাসেল আহমদ,ইউনিয়ন যু্বলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,শ্রমিকলীগ নেতা রমেন্দ্র চন্দ্র তালুকদার,এনামুল হক প্রমুখ।
রাসেল আহমদ তাঁর বক্তব্যে মুজিবনগর দিবসের এবং মুজিবনগর সরকারের স্বাধীনতা আন্দোলনের অবদান তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ২১:৩৫:২৩ ৮২৭ বার পঠিত