
শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯
যতি চিহ্ন এবং একজন ‘ফুল’ : ম, বজলুর রাহমান
Home Page » বিনোদন » যতি চিহ্ন এবং একজন ‘ফুল’ : ম, বজলুর রাহমান
দিনগুলো, যেন নবমীর চাঁদ
জল ঝড়ে, এলোমেলো মধ্যরাত।
পড়েছে যতি চিহ্ন-
পথে পথে, অগন্য।
গত শতাব্দীতে। ভরা কৈশোরের গোনে-
দারূচিনি দীপের প্রায়।গাঁয়ের সেই ইসকুল
সতীর্থদের ভিড়ে, একজন-’ফুল’
ছিল প্রথম হওয়ার লড়াই
আমি , ফুল আর গোসাই।
মায়ের কোল - পোঁছা
পিঠ জুড়ে, এতাল বেতাল চুলের গোছা।
আর, কদু ফুলের শুভ্রতা, অফুরাণ
আলতাপরা হাতে, লুকানো অভিমান।
বসন্ত বাউড়ি ডেকে ওঠার আগেই, একদা
চলে এসেছিলাম। গোসাইও কোলকাতা।
কোন কথা কী ছিল, মনের গহীনে-
সে সব অরূপকখা, দৃশ্যত: অপ্রাসঙ্গিক
কিঞ্চিত গানিতিক।
সরল অংকের প্রথম বন্ধনী।আজও হয় ভুল
ঝরাপাতার মর্মরে, সেই মধুরিমা, সুজনি ফুল।
বাংলাদেশ সময়: ১৮:৪৫:০৬ ৭১৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম