
সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
আম্র-পালী আমের নামকরণের ইতিহাস -১৭ ( বিম্বিসার ও আম্র-পালীর প্রেম –কাহিনী-১০):জালাল উদদীন মাহমুদ
Home Page » বিনোদন » আম্র-পালী আমের নামকরণের ইতিহাস -১৭ ( বিম্বিসার ও আম্র-পালীর প্রেম –কাহিনী-১০):জালাল উদদীন মাহমুদ
বিম্বিসারকে গ্রেফতার করতে এসে রাজার সেনাপতি বিপাকে পড়ে যায়। আম্রপালীর দ্বার রক্ষক আম্রপালী “নগর বধূ”হবার সময় রাজ্যের সাথে সম্পাদিত চুক্তির শর্ত দেখায়।
শর্তে লেখা ছিল- (ক) নগরের সবচেয়ে মনোরম স্থানে তাঁর গৃহ নির্মিত হবে। (খ)একবারে মাত্র একজন তাঁর গৃহে প্রবেশাধিকার পাবেন। (গ) তাঁর দর্শণী হবে প্রতি রাত্রির জন্য পাঁচশত স্বর্ণমুদ্রা (ঘ) শক্র বা কোনো অপরাধীর সন্ধানে সপ্তাহ অন্তে মাত্র এক দিন তাঁর গৃহে অনুসন্ধান করা যাবে। (ঙ) তাঁর গৃহে আগত ব্যক্তিগণের সম্বন্ধে কোনো অনুসন্ধান করা চলবে না। ৭ দিন আগে তাদের আর আম্রপালীর গৃহে ঢোকার সুযোগ নাই। নিজেদের শর্তে নিজেরাই আটকা পরে তারা আম্রকুঞ্জে ঢুকতে ব্যর্থ হয় । তারা আম্রকুঞ্জে প্রবেশের ব্যাপারে ৭ দিন আগে কোনই অনুমতি নেয় নি । শর্ত অনুসারে তাদের অনুসন্ধানের কোনও সুযোগও নাই।
সেনাপতি তখন আম্রকুঞ্জের বাইরে সিপাহী মজুদের নির্দেশ দেন । আম্রকুঞ্জের বাহিরে সৈন্য মোতায়নের বিষয়টি ভিতরে অবস্থানরত বিম্বিসারও জানতে পারেন।
তিনি তাড়াতাড়ি মন্ত্রী গোপালকে গোপনে ডেকে পাঠান। (ক্রমশঃ)
বাংলাদেশ সময়: ৮:০৫:৫১ ৮২৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম