
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯
অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসের সঞ্চয় বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেট দলের সাক্ষাৎ
Home Page » ক্রিকেট » অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসের সঞ্চয় বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেট দলের সাক্ষাৎ
বঙ্গ-নিউজ: বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসের সঞ্চয় বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ সময় উপস্থিত ছিলেন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে স্কোয়াডে থাকা ১৯ জন খেলোয়াড়রা।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য পৌঁছান ক্রিকেটাররা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে এ সময় আরো উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ক্রিকেটের প্রতি প্রধানমন্ত্রীর সুনজরটা বরাবরই রয়েছে। এর আগেও দেখা গেছে, মাশরাফি-সাকিব-তামিমদের খেলা দেখার জন্য প্রধানমন্ত্রীকে স্টেডিয়ামে হাজির হয়ে যেতেন। তিনি ক্রিকেটারদের নিয়মিত খোঁজ-খবরও রাখেন। ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যেন ভালো করতে পারে, সে অনুপ্রেরণা দিতেই জাতীয় দলের ক্রিকেটারদের কাছে টেনে নিলেন তিনি।
এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলার উদ্দেশে বলেন, ‘বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়ে খেলতে এবং নিজের উপর বিশ্বাস রাখতে’।
উল্লেখ্য, আগামীকাল বিশ্বকাপের উদ্দেশে দেশ ছেড়ে যাচ্ছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। ৩০ মে বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকলেও, ৫ মে আয়ারল্যান্ডে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। যেখানে স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৮:৩৪:১৫ ৭১৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম