 
    শনিবার, ৪ মে ২০১৯
রানওয়ে থেকে ছিটকে নদীতে উড়োজাহাজ
Home Page » আজকের সকল পত্রিকা » রানওয়ে থেকে ছিটকে নদীতে উড়োজাহাজ বঙ্গ-নিউজঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অল্পের জন্য রক্ষা পেয়েছেনন বোয়িং ৭৩৭ উড়োজাহাজের আরোহীরা। শুক্রবার রাতে ফ্লোরিডার জ্যাকসনভিল বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে নদীতে গিয়ে পড়ে বিমানটি। খবর দ্যা গার্ডিয়ানের
বঙ্গ-নিউজঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অল্পের জন্য রক্ষা পেয়েছেনন বোয়িং ৭৩৭ উড়োজাহাজের আরোহীরা। শুক্রবার রাতে ফ্লোরিডার জ্যাকসনভিল বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে নদীতে গিয়ে পড়ে বিমানটি। খবর দ্যা গার্ডিয়ানের
পুলিশ জানিয়েছে, কিউবার গুয়ান্তানামো বের নৌসেনা ঘাঁটি থেকে ফ্লোরিডার দিকে রওনা দিয়েছিল মায়ামি ইন্টারন্যাশনাল সংস্থার বোয়িং ৭৩৭-৮০০। এ সময় বিমানটিতে ১৩৬ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে বিমানটি ফ্লোরিডার জ্যাকসনভিল বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু অবতরণের পর রানওয়েতে বিমানটি পিছলে যায়। এ সময় অনেক চেষ্টা করেও বিমানটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি পাইলট। পরে সেটি সোজা গিয়ে পড়ে পাশের সেন্ট জন’স নদীতে।
জ্যাকসনভিলের মেয়র টুইটারে জানিয়েছেন, বিমানের সমস্ত আরোহীই অক্ষত আছেন। আপাতত ওই বিমানের জ্বালানি যাতে নদীতে মিশে পানি দূষিত না করে, সেই চেষ্টা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেও বিমানের দুই যাত্রী সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মায়ামি ইন্টারন্যাশনাল জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১২:২৯:৪৮ ৬৩২ বার পঠিত #737 #plane accident #উড়োজাহাজ #উড়োজাহাজ দূরঘটনা