
শুক্রবার, ১৭ মে ২০১৯
আজ ফাইনাল ! বেশ খোশ মেজাজেই আছে টাইগাররা
Home Page » ক্রিকেট » আজ ফাইনাল ! বেশ খোশ মেজাজেই আছে টাইগাররা
বঙ্গ-নিউজ: ত্রিদেশীয় সিরিজের আজকের ফাইনালে আশাবাদী হওয়ার অনেক রসদই আছে টাইগারদের সামনে। অপরাজিত থেকেই ফাইনালে এসেছে মাশরাফি বাহিনী। ওয়েস্ট ইন্ডিজকে দুবার, আইরিশদের একবার হারিয়েছে বাংলাদেশ।
ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে বেশ খোশ মেজাজেই আছে টাইগাররা। এবারের এই ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ডকে উড়িয়ে দিলেও বাংলাদেশের কাছে উল্টো উড়ে গেছে তারা।
আইরিশদের বিপক্ষে দুই ম্যাচেই ৩০০+ রান করা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে আটকে গিয়েছিল আড়াইশ এর আশে পাশেই। এই দুই ম্যাচের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। সেই সাথে পরের ম্যাচে জিতেছিল ৬ উইকেটে।
বাংলাদেশ এখন এই দলটিকে হ্যাটট্রিক হারের স্বাদ দিতে চায়। সেই সাথে নিজেরা পেতে চায় শিরোপার স্বাদ। এই শিরোপার স্বাদ পাওয়ার ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে:-
১. তামিম ইকবাল ২. সৌম্য সরকার-লিটন ৩. সাকিব আল হাসান ৪. মুশফিকুর রহীম ৫. মিঠুন-লিটন দাস ৬. মাহমুদউল্লাহ রিয়াদ ৭. সাব্বির রহমান ৮. মেহেদী হাসান মিরাজ ৯. মাশরাফি ১০. সাইফ উদ্দিন ১১. মুস্তাফিজ।
বাংলাদেশ সময়: ১০:৪১:২০ ৫১৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম