বুধবার, ১২ জুন ২০১৯
দেশে মানুষের গড় আয়ু বেড়ে এখন ৭২.৩ বছর
Home Page » জাতীয় » দেশে মানুষের গড় আয়ু বেড়ে এখন ৭২.৩ বছর 
বঙ্গ-নিউজঃ সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে বাংলাদেশ সফলতার ধারায় রয়েছে। দেশে গড় আয়ু বেড়ে হয়েছে ৭২.৩ বছর। ২০১৮ সালে যা ছিলো প্রায় ৭২ বছর। বুধবার পরিসংখ্যান ব্যুরো মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যটিস্টিক্স অব বাংলাদেশ (এমএসভিএসবি) রিপোর্ট প্রকাশ করেছে।
ওই রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৫৫ লাখ। পুরুষ ৮ কোটি ২৮ লাখ। মহিলা ৮ কোটি ২৭ লাখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বাংলাদেশ সময়: ১৬:৫৩:২৯ ৭৬৩ বার পঠিত #bangladesh #life expectancy #population #গড় আয়ু #জনসংখ্যা #বাংলাদেশ