
সোমবার, ১৭ জুন ২০১৯
আষাঢ়স্য দর্পণ: (আষাঢ়ের প্রথম দিন,১৪২৬) ম, বজলুর রাহমান
Home Page » বিনোদন » আষাঢ়স্য দর্পণ: (আষাঢ়ের প্রথম দিন,১৪২৬) ম, বজলুর রাহমান
আকাশ জুড়ে
আষাঢ়স্য দর্পণ।
কাছে দূরে
মেঘের গর্জন।
ভাঙে ঘুম
বৃষ্টি ঝুমঝুম।
রিমঝিম, টাপুর টুপুর
ছন্দ, মিষ্টি মধুর।
মেঘ থমথম। ময়ূর পেখম।
আঁচল ওড়নার, সুরসুরি
মিয়া বিবি, ‘নারকেল মুড়ি’।
মেঘরঙ পরি
পড়নে বালুচরী।
ছল ছল নয়ন
মানেনা শাসন।
অঝোরে, শুধু ঝরে।
আকাশ জুড়ে….
——————–
১ লা আষাঢ় , ১৪২৬
১৫ জুন, ২০১৯।
বাংলাদেশ সময়: ১৮:৩২:৫১ ৬৯৭ বার পঠিত #আষাঢ়স্য দর্পণ #বজলুর রাহমানের কবিতা #বাংলা কবিতা #ম #শ্রেষ্ঠ বাংলা কবিতা