শনিবার, ৬ জুলাই ২০১৩
সড়ক দুর্ঘটনায় নিহত একজন
Home Page » জাতীয় » সড়ক দুর্ঘটনায় নিহত একজন
বঙ্গ-নিউজ ডটকমঃ টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়ায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার মামুন (৩০) নিহত ও এক জন আহত হয়েছেন।শনিবার বিকেল সোয়া ৪ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর নির্দেশ দেন।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জন মো. জামাল উদ্দিন জানান, বিকেলে ঢাকাগামী স্কয়ার কোম্পানির একটি কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা মাটি ভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই ট্রাকের হেলপার নিহত হন। এ সময় কাভার্ড ভ্যানের একজন গুরুতর আহত হন।
নিহত মামুন সদর উপজেলার নগরজলফৈ গ্রামের লেবু মিয়ার ছেলে।
বাংলাদেশ সময়: ২২:৫৪:৪০ ৪৭২ বার পঠিত