
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
জয়নাল হাজারীকে আ.লীগের উপদেষ্টা করার খবর জানেন না কাদের
Home Page » জাতীয় » জয়নাল হাজারীকে আ.লীগের উপদেষ্টা করার খবর জানেন না কাদের
বঙ্গ-নিউজঃফেনীর আলোচিত সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত করার বিষয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিছু জানেন না বলে জানিয়েছেন। এমন কোনও নির্দেশনাও তার কাছে নেই।
বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমার এ ধরনের খবর জানা নেই। খবর কোথা থেকে এলো, তাও জানি না। কে দিলো এই খবর, তাও জানি না। শুধু এটুকু জানি, ফেনী জেলা সম্মেলন হবে। একটা তারিখ নির্ধারণ হয়েছে।
তিনি বলেন, জয়নাল হাজারী অসুস্থ, তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী কিছু সহযোগিতা করেছেন। তিনি সিঙ্গাপুর গেছেন কি না তা জিজ্ঞাসা করলেন। আমি বললাম, আমার কাছে এসেছিলেন, বলেছিলেন তিনি অপারেশনের জন্য সিঙ্গাপুর যাবেন। এখানে উপদেষ্টা করার কোনও নির্দেশনা নেই।
বাংলাদেশ সময়: ১৩:২৯:৪৪ ৪৫৯ বার পঠিত