শনিবার, ৫ অক্টোবর ২০১৯
জুয়ার আসর থেকে ওয়ার্ড যুবলীগ সভাপতি গ্রেফতার
Home Page » প্রথমপাতা » জুয়ার আসর থেকে ওয়ার্ড যুবলীগ সভাপতি গ্রেফতার
বঙ্গ-নিউজঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় জুয়া খেলার সময় এক ওয়ার্ড যুবলীগের সভাপতিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার ছাতনী এলাকা থেকে জুয়ার বিভিন্ন সরঞ্জামসহ তাদে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- আদমদীঘির তারাপুর গ্রামের আফসার প্রামানিকের ছেলে ওয়ার্ড যুবলীগ সভাপতি শাহরিয়ার হোসেন সাজু (৩২), সান্দিড়া ব্যাপারী পাড়ার জহির উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম (৩৬) ও পশ্চিম ছাতনী গ্রামের মজিবর রহমানের ছেলে নয়ন (২৮)।
আদমদীঘি থানা পুলিশের টিএসআই (টাউন সাব ইন্সপেক্টর) আবদুল ওয়াদুদ এতথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার ছাতনী সুখানগাড়ী পুকুর পাড়ে একটি ঘরে বেশ কিছু দিন যাবত তাসের মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল পেশাদারি জুয়ারিরা। গোপন সংবাদে ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ছাড়াও নগদ টাকা উদ্ধার করা হয় বলে পুুলিশ জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৪১:৪৭ ৫৪৪ বার পঠিত